মিউনিখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওয়াং ই’র বৈঠক
2023-02-20 13:49:17

ফেব্রুয়ারি ২০: সম্প্রতি জার্মানির মিউনিখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বিদেশবিষয়ক কমিশন কার্যালয়ের পরিচালক ওয়াং ই। গতকাল (রোববার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

                                             

বৈঠকে ওয়াং ই তথাকথিত ‘বেলুন’ ইস্যুতে চীনের কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, এ ব্যাপারে মার্কিন আচরণ ছিল আন্তর্জাতিক সাধারণ নীতি ও বেসামরিক বিমান চলাচলের কনভেনশনের লঙ্ঘন। চীন এতে তীব্র অসন্তোষ প্রকাশ করছে।

ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রের অনেক বেলুন আগে চীনের আকাশে অনুপ্রবেশ করেছে। এখন চীনের একটি বেসামরিক বেলুন প্রাকৃতিক কারণে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করায় দেশটি হৈচৈ করছে, চীনকে অপবাদ দিচ্ছে, যা করার যোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের উচিত ক্ষেপণাস্ত্র ছুড়ে চীনের বেসামরিক বেলুন ভূপাতিত করার বিষয়টির সুরাহা করা।

তিনি বলেন, ইউক্রেন বিষয়ে চীনের নীতি স্পষ্ট। চীন এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় এবং এ ব্যাপারে গঠনমূলক ভুমিকা পালন করে আসছে। চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। একটি বড় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কাজ করা, সংকট উস্কে দিয়ে নিজে লাভবান হবার চিন্তা বাদ দেওয়া।

ওয়াং ই আরও বলেন, তাইওয়ান প্রণালীর দু’তীরের স্থিতিশীলতা রক্ষা করতে চাইলে, দৃঢ়তার সাথে “স্বাধীন তাইওয়ান” ধারণার বিরোধিতা করতে হবে এবং ‘এক চীননীতি’-তে অবিচল থাকতে হবে। (প্রেমা/আলিম)