চীন প্রথমবারের মতো রেলওয়ে বিদ্যুতায়ন প্রযুক্তি খাতে আন্তর্জাতিক মান প্রণয়নে সভাপতিত্ব করেছে
2023-02-20 17:27:44

ফেব্রুয়ারি ২০: গতকাল (রোববার) ‘ন্যাশনাল রেল ট্রানজিট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অ্যান্ড সিস্টেম টেকনিক্যাল কমিটি’ জানায় যে, আন্তর্জাতিক ইলেকট্রোটেকনিক্যাল কমিশনের কাছে চীনের পেশ করা ‘রেল ট্রানজিট ট্রেন ওভার-ফেজ সিস্টেম ম্যাচিং-এর জন্য প্রযুক্তিগত নির্দেশিকা’ সদস্য দেশগুলোর ভোটে পাস হয়েছে এবং নতুন প্রকল্পের জন্য একটি আন্তর্জাতিক কর্মগ্রুপ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

 

চীন প্রথমবারের মতো রেলওয়ে বিদ্যুতায়ন প্রযুক্তি খাতে আন্তর্জাতিক মান প্রণয়নে সভাপতিত্ব করেছে। এ সভাপতিত্ব করা চীনের দ্রুত গতির রেলওয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময়ের স্থানকে আরও প্রসারিত করেছে, আন্তর্জাতিক রেল ট্রানজিট প্রযুক্তি এবং মান প্রণয়নের ক্ষেত্রে চীনা উদ্যোগের কণ্ঠস্বর উন্নত করেছে এবং প্রযুক্তির মান উন্নয়নে একটি নতুন পরিস্থিতি উন্মুক্ত করেছে।

 

লিলি/তৌহিদ/রুবি