আফ্রিকার সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী চীন
2023-02-20 18:39:22

সিএমজি বাংলা ডেস্ক, ফেব্রুয়ারি ২০: চীনের সঙ্গে আফ্রিকার সহযোগিতার সম্পর্ক আরো গতিশীল হবে বলে প্রত্যাশা করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। দেশ দুটির সম্পর্কের উন্নয়নের ব্যাপারে উজ্জ্বল সম্ভাবনা দেখছেন সি।

গেল রোববার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শেষ হয় ৩৬তম আফ্রিকান ইউনিয়ন সম্মেলন। উপলক্ষ্যে এক অভিনন্দন বার্তায় প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

যৌথ ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে উচ্চ-স্তরের চীন-আফ্রিকা সম্প্রদায় গড়ে তোলার আহ্বানও জানান এই বিশ্ব নেতা।

ওই শীর্ষ সম্মেলনে অংশ নেন আফ্রিকান নেতা, জাতিসংঘের কর্মকর্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধি।

অভিনন্দন বার্তায় সি বলেন, বিগত বছরগুলোতে আফ্রিকার দেশগুলো যেসব নানামুখী সমস্যার মুখে পড়ে, সেগুলোর ভালো সমাধান এনে দিয়েছে আফ্রিকান ইউনিয়ন।

তিনি বলেন, একইসঙ্গে আফ্রিকা মহাদেশে মুক্ত বাণিজ্য অর্থনীতিকে ত্বরান্বিত করতেও ভালো ভূমিকা রাখছে আফ্রিকান ইউনিয়ন, বিশেষ করে আফ্রিকার আলোচিত চ্যালেঞ্জগুলো ভালোভাবে মোকাবিলা করে দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে আফ্রিকান ইউনিয়ন।

 প্রেসিডেন্ট সি বলেন, এতসব কার্যক্রমের মাধ্যমে বিশ্ব মানচিত্রে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করছে আফ্রিকার দেশগুলো। 

আফ্রিকার দেশগুলো যেন উন্নয়নের পথে আরো বেশি এগিয়ে যায় এমন প্রত্যাশা জানান তিনি।

একটানা ১৩ বছর ধরে আফ্রিকার বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন। সব মিলিয়ে গেল বছরই দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮২ বিলিয়ন ডলারে।

প্রেসিডেন্ট সি বলেন, আফ্রিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও বাড়াতে প্রস্তুত রয়েছে চীন। তিনি জানান, আন্তর্জাতিক আঞ্চলিক বিষয়ে সমন্বয়ের জন্য আফ্রিকান নেতাদের সঙ্গে এক টেবিলে বসতেও আগ্রহী চীনের প্রতিনিধিরা।

এইচআরএস/রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি