চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে সাফল্য পেয়েছে: মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ওয়াং ই
2023-02-20 11:26:09

ফেব্রুয়ারি ২০: চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলে সাফল্য পেয়েছে। স্থানীয় সময় গত শনিবার, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সিপিসি’র কেন্দ্রীয় পররাষ্ট্র কমিটির কার্যালয়ের পরিচালক ওয়াং ই, জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, একটি আরও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে চায় চীন। গত বছরের শেষ দিকে সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসে সি চিন পিং বলেছেন, নতুন যুগের নতুন যাত্রায় চীনের মূল লক্ষ্য চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়ন করা। চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথেই এই লক্ষ্য বাস্তবায়ন করবে।

ওয়াং ই আরও বলেন, গত ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে চীন কোনো যুদ্ধ সৃষ্টি করেনি বা অন্য কোনো দেশের ভূভাগও দখল করেনি। বিশ্বের একমাত্র দেশ হিসেবে চীনের সংবিধানে শান্তিপূর্ণ উন্নয়নের কথা লিপিবদ্ধ আছে। চীনের শান্তিপূর্ণ উন্নয়নের রেকর্ড ইতিহাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। (সুবর্ণা/আলিম/রুবি)