তুর্কিয়ের ভূমিকম্পদুর্গত দুটি প্রদেশে এখনও উদ্ধারকাজ চলছে
2023-02-20 11:33:09

ফেব্রুয়ারি ২০: তুর্কিয়ের ভূমিকম্পদুর্গত ১০টি প্রদেশের মধ্যে দুটিতে উদ্ধারকাজ এখনও চলছে। এই দুটি প্রদেশ হচ্ছে কাহ রমহান মারস এবং হাতায়। গতকাল (রোববার) তুর্কিয়ের দুর্যোগ ও জরুরি প্রশাসন বিভাগের প্রধান ইউনুস সেজার এ তথ্য জানান।

তিনি জানান, বাকি ৮টি প্রদেশে উদ্ধারকাজ শেষ হয়েছে। এসব প্রদেশে পুনর্গঠনকাজ শুরু হবে। তা ছাড়া, ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী বাড়িঘর নির্মাণ করা হচ্ছে ও হবে।

তিনি বলেন, কাহ রহমান মারস এবং হাতায় প্রদেশে উদ্ধারকারীরা এখনও বিধ্বংস্ত ৪০টি ভবনের ভিতর জীবিতদের খুঁজছেন। ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে এখন পর্যন্ত ৪০ হাজার ৬৮৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

সেজার আরও বলেন, ভূমিকম্পে ১০টি প্রদেশের ১ কোটি ৩৫ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অধিকাংশই গৃহহারা হয়েছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সরকার ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থার সাহায্যে দুর্গতদের জন্য তাঁবুসহ অস্থায়ী বাড়িঘর নির্মাণ করছে। এ পর্যন্ত দুর্গত এলাকায় প্রায় ২.৫ লাখ তাঁবু স্থাপন করা হয়েছে এবং আরও ৬৮ হাজার অস্থায়ী বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। (সুবর্ণা/আলিম/রুবি)