ইউক্রেন পরিস্থিতি প্রশমনে কিছু বাস্তব কাজ করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান
2023-02-20 17:26:57

ফেব্রুয়ারি ২০: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে ইউক্রেনের পরিস্থিতি প্রশমনে কিছু বাস্তব কাজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

ওয়াং বলেন, চীন নয়- যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে ক্রমাগত অস্ত্র দিচ্ছে। যুক্তরাষ্ট্র চীনকে আদেশ দিতে পারে না। যুক্তরাষ্ট্র চীন-রাশিয়া সম্পর্ক নিয়ে বাজে কথা বলে, এমনকি এতে বল প্রয়োগ ও চাপ দেয়, যা চীন মানে না। ইউক্রেন ইস্যুতে চীনের নীতি হলো- শান্তি ও আলোচনার প্রচার। শান্তি প্রতিষ্ঠার জন্য কে সংলাপের আহ্বান জানাচ্ছে, আর কারা হামলা করছে এবং সংঘর্ষে উসকানি দিচ্ছে- আন্তর্জাতিক সমাজ তা দেখতে পায়।

 

মুখপাত্র আরো বলেন, চীন যুক্তরাষ্ট্রকে কার্যকরভাবে আত্মসমালোচনা করা, ইউক্রেন পরিস্থিতি প্রশমনে কিছু বাস্তব কাজ করা এবং অন্যদের দোষারোপ ও মিথ্যাচার বন্ধ করার তাগিদ দেয়। চীন দৃঢ়ভাবে সংলাপ ও শান্তির পক্ষে রয়েছে এবং পরিস্থিতি প্রশমনে গঠনমূলক ভূমিকা পালন করবে।

লিলি/তৌহিদ/রুবি