নেদারল্যান্ডসের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হোয়েকস্ট্রার সঙ্গে ওয়াং ই’র সাক্ষাৎ
2023-02-19 16:02:42

ফেব্রুয়ারি ১৯: ‘৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে’ অংশ নিয়ে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র-বিষয়ক কমিশন অফিসের পরিচালক ওয়াং ই নেদারল্যান্ডসের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ট্রা’র সঙ্গে সাক্ষাত্ করেছেন।

এসময় ওয়াং ই বলেছেন, উন্মুক্ত ও বাস্তব অবস্থা চীন-নেদারল্যান্ডস সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের কিছু দেশের একতরফাবাদ ও সংরক্ষণবাদ মোকাবিলায় চীন আশা করে, নেদারল্যান্ডস স্বাধীন নীতি ও উন্মুক্ত সহযোগিতার ঐতিহাসিক নিয়ম মেনে চলবে এবং হস্তক্ষেপ প্রতিরোধ করবে। চীন-নেদারল্যান্ডসের সুষ্ঠু সহযোগিতা রক্ষা করা, বৈশ্বিক উত্পাদন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে দেশটি সক্রিয় ভূমিকা রাখবে বলেও আশা করে চীন। চীন উচ্চ-মানের উন্মুক্তকরণ এগিয়ে নিচ্ছে, যা চীন-নেদারল্যান্ডস সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। চীন-নেদারল্যান্ডস সম্পর্কের নতুন সূচনা হয়েছে। নেদারল্যান্ডসের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময়, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা উন্নয়ন এবং অভিন্ন উন্নতি চায় চীন। নেদারল্যান্ডস হল ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা দেশ ও প্রধান সদস্য রাষ্ট্র। দেশটি চীন-ইইউ সহযোগিতার একটি ‘গেটওয়ে’। নেদারল্যান্ডস চীনকে ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বিবেচনা করায় দেশটির প্রশংসা করে চীন। চীন ও ইইউ প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার। চীন ইউরোপের সঙ্গে বিনিময় বাড়ানো, বোঝাপড়া মজবুত করা এবং পারস্পরিক বিশ্বাস গভীরতর করতে আগ্রহী।

 

হোয়েকস্ট্রা বলেন, বিশ্ব পরস্পরের ওপর নির্ভরশীল এবং বহুপক্ষবাদকে দৃঢ়ভাবে সমর্থন করে। চীন মহামারী মোকাবিলা করেছে, দেশের অর্থনীতি দৃঢ়ভাবে পুনরুদ্ধার করছে এবং দ্রুত বৈদেশিক বিনিময় ও সহযোগিতা পুনরুদ্ধার করেছে। এতেই তিনি আনন্দিত। চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা বাড়াতে চান তিনি। নেদারল্যান্ডস চীনের নির্ভরযোগ্য ও স্থিতিশীল সহযোগিতামূলক অংশীদার হতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

লিলি/তৌহিদ/রুবি