চীন ‘বিশ্ব নিরাপত্তা উদ্যোগের ধারণা নথি’ প্রকাশ করবে: ওয়াং ই
2023-02-19 17:06:08


ফেব্রুয়ারি ১৯: চীনের কমিউনিস্ট পার্টি- সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র-বিষয়ক কমিশন অফিসের পরিচালক ওয়াং ই গতকাল (শনিবার) জার্মানিতে ‘৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে’ মুল ভাষণ দিয়েছেন। এসময় তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্ব উন্নয়ন উদ্যোগ ও বিশ্ব নিরাপত্তা উদ্যোগ উত্থাপন করেন, যা মানবজাতির শান্তি ও উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় চীনা প্রস্তাব ও বুদ্ধির যোগান দিয়েছে। বর্তমানে শতাধিক দেশ ও জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা প্রস্তাব দুটিতে সাড়া দিয়েছে। ৭০টিরও বেশি দেশ ‘বিশ্ব উন্নয়ন প্রস্তাবের কর্মগ্রুপে’ অংশ নিয়েছে। চীন অচিরেই ‘বিশ্ব নিরাপত্তা প্রস্তাবের ধারণা নথি’ প্রকাশ করবে, যাতে বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নেওয়া যায়।

(রুবি/তৌহিদ/লাবণ্য)