বেইজিংয়ে ‘দক্ষিণাঞ্চল থেকে আসা পানি’ ব্যবহারের পরিমাণ ৮৫০ কোটি ঘন মিটার
2023-02-19 17:27:51

ফেব্রুয়ারি ১৯: গতকাল (শনিবার) বেইজিংয়ের পানি ব্যুরো জানিয়েছে, বেইজিং মহানগরে ‘দক্ষিণাঞ্চল থেকে আসা পানি’ নগরীতে সরবরাহের জন্য ১৩টি কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। নতুন করে তিন হাজার কিলোমিটার পানির পাইপ নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে আসা পানি ব্যবহারের পরিমাণ ৮৫০ কোটি ঘন মিটারের বেশি। এতে মহানগরী বেইজিংয়ের দেড় কোটি মানুষের উপকার হয়েছে।

 

বেইজিংয়ের পানি ব্যুরোর উপ-মহাপরিচালক লি ইয়ু বলেন, দক্ষিণাঞ্চল থেকে পানি আনার পর বেইজিংয়ে পানি সরবরাহের সক্ষমতা ব্যাপক বেড়েছে। নাগরিকদের নিরাপদ পানীয় জল নিশ্চিত হয়েছে। ভবিষ্যতে পানির কারখানা ও পাইপ গঠন জোরদার করা হবে এবং সেখানে পানি সরবরাহের সক্ষমতাও বাড়ানো হবে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)