চীন শান্তি ও আলোচনার প্রচার করছে: ওয়াং ই
2023-02-19 16:32:00

ফেব্রুয়ারি ১৯: চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র-বিষয়ক কমিশন অফিসের পরিচালক ওয়াং ই জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভাষণ দেওয়ার পর ইউক্রেন সম্পর্কিত বিষয়ে প্রশ্নের উত্তর দেন।

ওয়াং ই বলেন, ইউক্রেন সংকটের ক্ষেত্রে সব পক্ষের মতো চীনও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ে উদ্বিগ্ন। চীন ইউক্রেন সংকট-সংশ্লিষ্ট পক্ষ নয়। তবে, চীন অলসভাবে নেই। চীন উত্তেজনা উসকে দেয় নি; এমনকি যুদ্ধ থেকে সুবিধা নেওয়ার বিরোধিতা করেছে। চীন যা করেছে তা হলো- শান্তি ও আলোচনার প্রচার। চীন সংলাপ ও শান্তির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।

ইউক্রেন সংঘাতের দ্বিতীয় দিন থেকেই প্রেসিডেন্ট সি চিন পিং আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের প্রস্তাব দিয়েছেন। দেখা গেছে, রাশিয়া ও ইউক্রেন কয়েক দফা আলোচনা করেছে এবং তাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। একটি শান্তিচুক্তির সুযোগ থাকলেও দুর্ভাগ্যবশত শান্তি-আলোচনা বাধাগ্রস্ত হয় এবং সবকিছু পেছনে ফিরে যায়। কিছু শক্তি শান্তি আলোচনা ও যুদ্ধের সমাপ্তি চায় না- এটা বোঝা যায়। তারা ইউক্রেনের মানুষের  জীবন ও মৃত্যুর বিষয়ে চিন্তা করে না, তারা ইউরোপের ক্ষতিতেও উদ্বিগ্ন না; তাদের ভিন্ন উদ্দেশ্য আছে।

 

ওয়াং ই বলেন, কিছুদিন পর ইউক্রেন সংকট এক বছরে পা দেবে। সেসময় চীন ইউক্রেনের সংকটের রাজনৈতিক সমাধানের দলিল প্রকাশ করবে। তাতে প্রেসিডেন্ট সি’র গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো পুনর্ব্যক্ত করা হবে। এতে সব দেশের ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করা, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির প্রতি সম্মান করা, সব দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া এবং সংকট সমাধানের শান্তিপূর্ণ চেষ্টায় সমর্থন দেওয়ার কথা বলা হবে। চীন পুনরায় জোর দিয়ে বলতে চায়, পারমাণবিক যুদ্ধ হবে না, অথবা এতে কেউ জয়ী হবে না। চীন বেসামরিক পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার বিরোধিতা করে। চীন জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরোধিতার প্রস্তাবও দেয়।
লিলি/তৌহিদ/রুবি