ন্যাটোকে শুধু সমস্যা সৃষ্টি না করার পরামর্শ দিয়েছেন চীনা প্রতিনিধি
2023-02-18 16:30:12

ফেব্রুয়ারি ১৮: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (শুক্রবার) জানান যে, ইউক্রেন সংকট স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি ন্যাটোকে স্নায়ুযুদ্ধের মানসিকতা ত্যাগ করা এবং শুধু সমস্যা সৃষ্টিকারী না হয়ে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য ভালো কিছু করার তাগিদ দেন।

এদিন নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে একটি প্রকাশ্য সভার আয়োজন করা হয়। এতে চাং চুন বলেন, ইউক্রেনের সংকট মূলত ইউরোপীয় নিরাপত্তা সংঘাতের একটি সাধারণ প্রাদুর্ভাব, যা স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর পুনরায় পূর্বমুখী সম্প্রসারণের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। নিরঙ্কুশ নিরাপত্তা, কোনো একটি নির্দিষ্ট দলের প্রতি রাজনৈতিক আগ্রহ এবং সামরিক দমনাভিযান ইউরোপের নিরাপত্তার সংকটের মূল কারণ। এমন চিন্তাভাবনা এগিয়ে নিলে কেবল ইউরোপ এবং বিশ্বে অশান্তি তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।

চাং চুন আরো বলেন, একদিকে ন্যাটো দাবি করছে যে, একটি আঞ্চলিক ও প্রতিরক্ষামূলক জোট হিসাবে তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি; অন্যদিকে এটি ঐতিহ্যবাহী প্রতিরক্ষা অঞ্চল এবং আঞ্চলিক বিভেদের সংঘাতে উস্কানি ও উত্তেজনা সৃষ্টি করছে, হুমকি বাড়াচ্ছে, সংঘাতের উদ্রেক করছে এবং ক্রমাগত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে সামরিক নিরাপত্তা সম্পর্ক জোরদার করছে। যা স্পষ্টত স্ববিরোধী।

লিলি/তৌহিদ/রুবি