‘বড় মাছ’
2023-02-18 12:16:36

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আশা করছি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। আপনাদের সংগে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আজকের 'তোমার জন্য গান' আসরে আমরা গান শুনবো না। তাহলে আমরা কি শুনবো? আমরা সংগীত শুনবো। সংগীত মানে কী? গান থেকে সংগীত কি ভিন্ন? প্রথমে শোনাবো পিয়ানোর সুর ‘বড় মাছ’ শীর্ষক সংগীত। সংগীতটি চীনের একই নামের খুবই জনপ্রিয় কার্টুন চলচ্চিত্রের থিম সং। সংগীতে চীনা প্রাচীনকালীন শৈলী দেখা যায়। চলুন, আমরা সংগীতটি শুনবো।

(সংগীত ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সংগীত ‘বড় মাছ’। গানে কথা থাকে, কণ্ঠ থাকে। তবে সংগীতে এগুলো নেই, শুধু ছন্দ আর সুর আছে। তাহলে আমরা আজকের অনুষ্ঠানে কিছু বিশেষ সংগীত শুনবো। কেন বিশেষ? কারণ এসব সংগীতের অভিন্ন বৈশিষ্ট্য আছে। আমি বিশ্বাস করি, এ সংগীতগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এতে কী বৈশিষ্ট্য রয়েছে। এখন শুনুন ‘যদি শব্দের মনে নেই’ শীর্ষক সংগীত। আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

(সংগীত ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন পিয়ানোর সুর ‘যদি শব্দের মনে নেই’। প্রিয় শ্রোতা, এ সংগীত আপনাদের কেমন লাগলো? এ সংগীতের বৈশিষ্ট্য কি অনুভব করেছেন? এ ধরণের সংগীতের একটি মজার নাম আছে। তা হলো 'কবিতার কাহিনী'। এ ধরণের সংগীত শোনার সময় আপনাদের চোখের সামনে সিনেমার মতো দৃশ্য ভেসে উঠবে। এখন আমি আপনাদেরক শোনাবো ‘বিয়জের দিকে নিয়ে যাবো’ শীর্ষক সংগীত। আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

(সংগীত ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘বিয়জের দিকে নিয়ে যাবো’ শীর্ষক সংগীত। সিনেমায় প্রাচীন কাহিনী, তুমুল যুদ্ধ, সাহসীযোদ্ধা, বিজ্ঞ কবি, মহান দেবতা-সব দেখা যায়। সংগীতে আপনারা এ সব অনুভব করতে পারেন। তাহলে বন্ধুরা এখন আরেকটি শুনবেন। সংগীতের শিরোনাম ‘সমস্ত চিন্তা তারকা’। সংগীতটি ২০২০ সালে রিলিজ হয়। সংগীতটি টিকটকের বিভিন্ন ভিডিওতে ব্যাপক ব্যবহৃত হয়। এখনো খুবই জনপ্রিয়। চলুন, আমরা একসংগে শুনি।

(সংগীত ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘সমস্ত চিন্তা তারকা’ শীর্ষক সংগীত। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন সিআরআই থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান 'তোমার জন্য গান'। যদি আপনারা এ অনুষ্ঠানের মাধ্যমে কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই আমাদের জানাবেন। এ অনুষ্ঠানে আপনাদের প্রিয় গান প্রচার করা হবে। আজকের অনুষ্ঠানে আমরা ইতোমধ্যে কয়েকটি সংগীত শুনেছি। আশা করছি আপানাদের ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে ‘স্বীকারোক্তির রাত’ শীর্ষক সংগীত শোনাবো। আশা করি, আপনারা সংগীতটি পছন্দ করবেন।

(সংগীত ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘স্বীকারোক্তির রাত’ শীর্ষক সংগীত। এখন আমি আপনাদেরকে ‘সূর্যাস্ত’ শীর্ষক সংগীত শোনাবো। সূর্যোদয়ের চেয়ে দ্রুত সূর্যাস্ত। মানুষ সাধারণত মনে করেন, সূর্যাস্ত দুঃখের প্রতীক। কারণ, সূর্যাস্তের পর অন্ধকার হয়। তবে আমার মনে হয়, সূর্যাস্তের সুন্দর কোন কোন সময় আবেগপ্রবণ, মানুষকে উষ্ণতা এনে দেয়। সূর্যাস্তের পর আকাশে তারায় ভরা আকাশ হবে। আচ্ছা, এখন আমরা সংগীতটি শুনবো।

(সংগীত ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)