ওয়াং ই ও জার্মান চ্যান্সেলর সাক্ষাত্ করেছেন
2023-02-18 18:53:24

ফেব্রুয়ারি ১৮: জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ মিউনিখে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র-বিষয়ক কমিশন অফিসের পরিচালক ওয়াং ই’র সাথে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাতের সময় ওয়াং ই স্কোলজকে চীনা নেতৃবৃন্দের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, চীন সফলভাবে মহামারীর প্রভাব কাটিয়েছে এবং অর্থনীতির শক্তিশালী পুনরুদ্ধারের পথ দেখিয়েছে। চীন বিভিন্ন ক্ষেত্রে জার্মানি এবং ইউরোপের সঙ্গে ব্যাপক বিনিময় শুরু করা, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে চায়। দু’পক্ষ সক্রিয়ভাবে নতুন দফার সরকারি আলোচনার জন্য প্রস্তুতি নিতে চায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পরিকল্পনা করতে চায়। যাতে চীন-জার্মানি সহযোগিতা এগিয়ে থাকে। চীন ও জার্মানির উচিত যৌথভাবে বহুপক্ষবাদ এবং মুক্ত বাণিজ্যে সমর্থন দেওয়া, বিচ্ছিন্নতার বিরোধিতা করা এবং কার্যকরভাবে বিশ্বের উৎপাদন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা বজায় রাখা।

 

স্কোলজ বলেন, চীন সফলভাবে মহামারী কাটিয়ে ওঠায় তিনি আনন্দিত। দ্রুত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা পুনরায় শুরু করা এবং পরবর্তী দফায় সরকারি আলোচনার শুরু করতে চান তিনি। জার্মানি দৃঢ়ভাবে চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নত করবে এবং যেকোনো ধরনের ‘বিচ্ছিন্নতার’ বিরোধিতা করবে। শক্তিশালী জার্মানি-চীন সম্পর্ক এবং পারস্পরিক কল্যাণকর আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বিশ্বের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সহায়ক বলে তিনি মনে করেন।

 

ইউক্রেন ইস্যুতে উভয় পক্ষের গভীর মতবিনিময় হয়েছে। ওয়াং ই বলেন, চীন ও জার্মানি উভয়ই গুরুত্বপূর্ণ স্বাধীন দেশ এবং বিশ্বশান্তি বজায় রাখা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দু’দেশের অভিন্ন দায়িত্ব আছে। চীন সর্বদা শান্তির পক্ষে রয়েছে, শান্তি ও আলোচনা বেগবান করায় প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুত যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধের পক্ষে। চীন আশা করে, জার্মানিও গঠনমূলক ভূমিকা পালন করবে।

লিলি/তৌহিদ/রুবি