'জীবনের পথে হাঁটা'
2023-02-18 12:27:12

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আশা করছি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। আপনাদের সংগে আছি আমি মুক্তা।

শ্রোতাবন্ধুরা, সংগীতানুষ্ঠান 'তোমার জন্য গান' প্রতি সপ্তাহে প্রচার করা হয়। সবসময় আমি আমার প্রিয় গানগুলো আপনাদের শোনাই। আজকের অনুষ্ঠানে আমি চীনের তাইওয়ানের বিখ্যাত কণ্ঠশিল্পী তেং লিচুনের পরিচয় দেবো এবং তাঁর গান শোনাবো। তাঁর কন্ঠে 'জীবনের পথে হাঁটা' শীর্ষক গান দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। পরে আমরা তাঁর গল্প বলবো।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন তেং লি চিনের কন্ঠে 'জীবনের পথে হাঁটা' শীর্ষক গান। তেং লি চিনের কন্ঠে গান কেমন লাগলো? তার কণ্ঠ মধুর মতো মিষ্টি, তাইনা? তেং লি চিন গত শতাব্দির চীনের একজন অত্যন্ত বিখ্যাত নারী কন্ঠশিল্পী। এ শিল্পীর মূল বৈশিষ্ট্য হলো তার মিষ্টি কণ্ঠ। তার চেহারা মিষ্টি, কণ্ঠও মিষ্টি। এখন আমি আপনাদেকে তাঁর কন্ঠে ‘আমি শুধু তোমার যত্ন করি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন তেং লি চিনের কন্ঠে ‘আমি শুধু তোমার যত্ন করি’ শীর্ষক গান। এতো মিষ্টি নারী কন্ঠশিল্পীর জীবন কিন্তু মোটেও লম্বা নয়। মাত্র ৪০ বছর বয়সে রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি চীনা সংগীতের ইতিহাসের একটি প্রতীক। তিনি শুধু চীনের সংগীতকে প্রভাবিত করেননি, সংগীতের মাধ্যমে চীনা সমাজকেও প্রভাবিত করেছেন। আজকের অনুষ্ঠানে আমরা তার গানগুলোর মাধ্যমে এই সুন্দর শিল্পীকে স্মরণ করবো। এখন শুনুন 'চাঁদ আমার হৃদয়ের প্রতিনিধিত্ব করে' শীর্ষক গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন তেং লি চিনের কন্ঠে 'চাঁদ আমার হৃদয়ের প্রতিনিধিত্ব করে' শীর্ষক গান। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন সিআরআই থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান 'তোমার জন্য গান'। যদি আপনারা এ অনুষ্ঠানের মাধ্যমে কোনো গান শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গানগুলো প্রচার করা হবে। আপনাদের সমর্থন হবে আমাদের মূল চালিকাশক্তি। এখন আমি আপনাদেরকে তেং লি চুনের কন্ঠে ‘তুমি কিভাবে বলবে’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন তেং লি চিনের কন্ঠে ‘তুমি কিভাবে বলবে’ শীর্ষক গান। আজ আমরা চীনের সুবিখ্যাত শিল্পী তেং লি চিনের কন্ঠে গানগুলো শুনছি। আশা করি আপনারা তার গান পছন্দ করেছেন। আমাদের চীনা সংগীতও পছন্দ করবেন। সংগীত এটি আন্তর্জাতিক ভাষা। সংগীতের মাধ্যমে আপনারা সবকিছু অনুভব করতে পারবেন। তাই আমি আর কথা বলে কষ্ট দেবো না আপনাদের। এখন তেং লি চিনের কন্ঠে গান 'মধুর মতো মিষ্টি' শীর্ষক গান শুনবেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন তেং লি চিনের কন্ঠে  'মধুর মতো মিষ্টি' শীর্ষক গান। সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আজকের সংগীতানুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। আমার বিশ্বাস, আপনারা আজকের গানগুলো শোনার পর তেং লি চুন নামটি আর ভুলে যাবেন না। তার মিষ্টি কণ্ঠ আপানদের মনে থাকবে। তার জীবন ছোট। তবে ছোট জীবনে তিনি সংগীতের মাধ্যমে এ বিশ্বে সীমাহীন ভালোবাসা ও গানের সম্পদ দিয়ে গেছেন। এখন তাঁর কন্ঠে ‘ঠিক তোমার কোমলতার মতো’ শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)