থার কয়লাক্ষেত্রের ব্লক-১-এর একীকরণ প্রকল্পের বাণিজ্যিক অপারেশন শুরু
2023-02-17 11:25:33

গত ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের থার কয়লাক্ষেত্রের (THAR coalfield ) ব্লক-১-এর একীকরণ প্রকল্পের কয়লাচালিত বিদ্যুতকেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু হয়।

প্রকল্পটি দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের থার এলাকায় অবস্থিত। এটা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর কাঠামোয় জ্বালানি-সহযোগিতা খাতের গুরুত্বপূর্ণ প্রকল্প। চীনের শাংহাই ইলেকট্রিক গ্রুপ কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২০১৯ সালে নির্মাণকাজ শুরু হওয়া প্রকল্পটি বছরে ৭৮ লাখ টন বাদামী কয়লা উত্পাদন করবে। এই প্রকল্পের অংশ হিসেবে আরও আছে দু’টো ৬৬০ মেগাওয়াটের উচ্চ পরামিতি সুপারক্রিটিক্যাল থার্মাল জেনারেটিং সেটের কয়লাচালিত বিদ্যুতকেন্দ্র।

প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তি মেং তোংহাই জানান, প্রকল্পটি প্রতিবছর পাক জাতীয় গ্রিডে প্রায় ৯ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা বিদ্যুত সরবরাহ করবে এবং স্থানীয় প্রায় ৪০ লাখ পরিবারের বিদ্যুতের চাহিদা পূরণ করবে। (প্রেমা/আলিম)