চীন বিশ্বের শান্তিপূর্ণ উন্নয়নের জন্য সুযোগ, ন্যাটোর জন্য চ্যালেঞ্জ নয়: চীনা মুখপাত্র
2023-02-17 16:51:54

ফেব্রুয়ারি ১৭: চীন বিশ্বের শান্তিপূর্ণ উন্নয়নের জন্য একটি বড় সুযোগ, ন্যাটোর জন্য তথাকথিত কোনো ‘চ্যলেঞ্জ’ নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, ন্যাটো মহাসচিবের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায়, এ কথা বলেন।

চীনা মুখপাত্র বলেন, ন্যাটোর তথাকথিত ‘নতুন কৌশলগত ধারণাপত্রে’ সত্যকে উপেক্ষা করা হয়েছে, কালোকে সাদা আর সাদাকে কালো বলা হয়েছে, এবং চীনকে ন্যাটোর জন্য ‘চ্যালেঞ্জ’ হিসেবে তুলে ধরা হয়েছে। এতে স্নায়ুযুদ্ধের মানসিকতা প্রকাশিত হয়। চীন এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং দৃঢ়ভাবে এ ধরনের মন্তব্যের বিরোধিতা করে। ন্যাটোকে মনে রাখতে হবে যে, চীন সবসময় বিশ্বের শান্তি, উন্নয়ন, ও শৃঙ্খলার পক্ষের শক্তি।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর নতুন প্রতিরক্ষা পরিকল্পনায় চীনকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।  (ইয়াং/আলিম/ছাই)