চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দু’দেশের জনগণের স্বার্থের সাথে জড়িত: চীনা মুখপাত্র
2023-02-17 14:32:35

ফেব্রুয়ারি ১৬: গতকাল (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শু চুয়ে থিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দু’দেশের জনগণের স্বার্থের সাথে জড়িত ও দু’দেশের জন্যই কল্যাণকর। দু’দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক।  ২০২২ সালে চীন-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মর্মে প্রকাশিত খবরের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, সম্প্রতি চীন-মার্কিন ব্যবসা সমিতি বলেছে, যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য চীনা বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মার্কিন-চীন বাণিজ্য রাষ্ট্রীয় কমিটি মনে করে, দ্বিপক্ষীয় সহযোগিতাই কেবল দু’দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে পারে।

চীনের কিছু বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির ওপর সাম্প্রতিক মার্কিন বিনিয়োগ-নিষেধাজ্ঞা প্রসঙ্গে মুখপাত্র বলেন, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমে বাধার সৃষ্টি করা কোনো সরকারের সাজে না; এহেন আচরণ বাজার-অর্থনীতি ও আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলা লঙ্ঘনের সামিল। এ ধরনের আচরণ সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান ও পুঁজি বিনিয়োগকারীদের স্বার্থ নষ্ট করবে। এতে চীন ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)