ডা. মৌমিতা দাশের সাক্ষাত্কার
2023-02-17 19:40:02

 আজকের উর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন ডা. মৌমিতা দাশ। বর্তমানে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অ্যানেস্হেসিয়া বিভাগে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।

 

১৯৮৪ সালে তিনি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে USTC হতে এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হতে অ্যানেস্হেসিয়া বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

এই সাব্জেক্টের সাথে যুক্ত বেসিক লাইফ সাপোর্ট,  ক্রিটিক্যাল কেয়ার, আলট্রাসাউন্ড গাইডেড পেইন ম্যানেজমেন্ট এমন বিভিন্ন প্রশিক্ষণেও তিনি অংশগ্রহণ করেন।

 

বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০১৯ সাল হতে অ্যানেস্হেসিয়া বিভাগে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। বিশ্বব্যাপী করোনা মহামারী শুরুর পর, এই হাসপাতালকে চট্টগ্রামের প্রথম কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। হাসপাতালের প্রথম কোভিড আইসিইউ অবকাঠামো গঠন, প্রতিষ্ঠা ও স্হাপন এবং পরিচালনার সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন।

 

বাল্যকাল থেকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন  সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। বর্তমানে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সাহিত্য সংগঠনের সাথেও যুক্ত আছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।