বিভিন্ন দেশের ওপর থেকে অবৈধ একতরফা অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আবারও চীনের তাগিদ
2023-02-17 17:11:10

ফেব্রুয়ারি ১৭: বিভিন্ন দেশের ওপর থেকে অবৈধ একতরফা অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আবারও তাগিদ দিয়েছে চীন। গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত এ ব্যাপারে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুসরণ করা।

মুখপাত্র ওয়াং আরও বলেন, ১৯৭৯ সাল থেকে ইরানের ওপর বিভিন্ন ধরনের একতরফা অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। অবরোধের কারণে, কোভিড-১৯ মহামারী চলাকালে, ওষুধ, টিকা ও চিকিত্সার সাজ-সরঞ্জাম পর্যন্ত আমদানি করতে পারেনি তেহরান। এটা পুরোপুরি অমানবিক ব্যাপার।

উল্লেখ্য, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার কার্যালয়ের ওয়েবসাইটে গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা অবরোধের কারণে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে রক্তস্বল্পতায় ভোগা রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। ফলে জটিলতা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)