মার্কিন সিনেটে গৃহীত বেলুনসংক্রান্ত প্রস্তাব রাজনৈতিক কারসাজি: চীনা মুখপাত্র
2023-02-17 16:52:55

ফেব্রুয়ারি ১৭: স্থানীয় সময় গত ১৫ ফেব্রুয়ারি মার্কিন সিনেটে গৃহীত চীনা বেলুনসংক্রান্ত দুটি প্রস্তাবে বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে। এটা আসলে একটি রাজনৈতিক কারসাজি ও চীনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ অপপ্রচার বৈ আর কিছু নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।  

তিনি বলেন, ‘আমরা সত্যকে সম্মান করতে, আন্তর্জাতিক আইনের চেতনা অনুসরণ করতে, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মগুলোকে সম্মান করতে, চীনের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করতে, এবং দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ক্ষতিকর আচরণ থেকে বিরত থাকতে, মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানাই।’

উল্লেখ্য, মার্কিন সিনেটে গৃহীত দুটি প্রস্তাবে চীনা বেলুনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের  সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং এ জন্য চীনের নিন্দা করা হয়। (ইয়াং/আলিম/ছাই)