আল কায়েদা নেতার ইরানে লুকিয়ে থাকার অভিযোগ অস্বীকার করলো তেহরান
2023-02-17 16:54:04

ফেব্রুয়ারি ১৭: "আল কায়েদা"-র নতুন নেতা সাইফ আদেল ইরানে লুকিয়ে আছেন মর্মে তোলা মার্কিন  অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ইরানের সাথে "আল কায়েদার" যোগসাজশের অভিযোগ "হাস্যকর ও ভিত্তিহীন"।

তিনি আরও বলেন, "যারা আল কায়েদা এবং আইএস তৈরি করেছে, তারাই বিশ্বজুড়ে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী।" এই দুটি চরমপন্থী সংগঠনের উত্থানের জন্য যুক্তরাষ্ট্রই মূলত দায়ী বলে তিনি ইঙ্গিত করেন।

উল্লেখ্য, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গত ১৫ ফেব্রুয়ারি অভিযোগ করে যে, মিসরের প্রাক্তন বিশেষ বাহিনীর অফিসার সাইফ আদেল মৃত প্রাক্তন নেতা আয়মান আল-জাওয়াহিরির স্থলে "আল কায়েদা" সংগঠনের নতুন নেতা হয়েছেন এবং তিনি বর্তমানে ইরানে বসবাস করছেন।

 (ইয়াং/আলিম/ছাই)