সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সভায় কোভিড পরিস্থিতি ব্যাখ্যা
2023-02-17 18:27:06

ফেব্রুয়ারি ১৭: গতকাল (বৃহস্পতিবার) চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির এক সভায় কোভিড প্রতিরোধকাজের সর্বশেষ অবস্থা ব্যাখ্যা করা হয়। সাধারণ সম্পাদক সি চিন পিং সভায় সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

সভায় বলা হয়, তিন বছরেরও বেশি সময় ধরে কমরেড সি চিন পিংয়ের নেতৃত্বে, সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ‘সবার আগে জনগণ ও জীবন’ নীতির ভিত্তিতে, সময় ও অবস্থা অনুযায়ী প্রতিরোধ ও নিয়ন্ত্রণনীতি গ্রহণ ও বাস্তবায়ন করে এসেছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি, সময়মতো কার্যকর প্রতিরোধব্যবস্থা গ্রহণ করে তা বাস্তবায়ন করায়, মহামারীতে ব্যাপক প্রাণহানী ঠেকানো সম্ভব হয়েছে এবং মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষিত থেকেছে।

সভায় জোর দিয়ে বলা হয়, বর্তমানে চীনে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরিস্থিতি সাধারণভাবে উন্নত হচ্ছে। তবে, কোভিড-১৯ এখনও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। ভাইরাস এখনও পরিবর্তিত হচ্ছে। তাই, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিভাগের উচিত সংশ্লিষ্ট ব্যবস্থা ও নীতি উন্নত করে, মহামারীর বিরুদ্ধে অর্জিত সাফল্যকে ধরে রাখা।

সভায় প্রাপ্য সম্পদের সমন্বয় করতে এবং সরকারি চিকিত্সা-প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি ধরে, একটি শক্তিশালী তিন-স্তরবিশিষ্ট চিকিত্সা ও স্বাস্থ্য পরিষেবা নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। (ছাই/আলিম)