‘চাঁদের আলো’
2023-02-17 10:45:48

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি চিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

লি চিয়ান, ১৯৭৪ সালের ২৩ সেপ্টেম্বর চীনের হেই লুং চিয়াং প্রদেশের হারবিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও গীতিকার। তিনি চীনের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

২০০১ সালে লি চিয়ান চীনের অন্য এক পুরুষ কণ্ঠশিল্পী লু কেং সুই-এর সঙ্গে ‘সুই মু সময়’ নামে সংগীত ব্যান্ড গঠন করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। ২০০২ সালে তিনি এই ব্যান্ড থেকে সরে যান। ২০০৩ সালে তাঁর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘পানির মত চলে যাওয়া সময়’ প্রকাশিত হয়। ২০০৭ সালে তাঁর তৃতীয় অ্যালবাম ‘তোমায় মিস করি’ বাজারে আসে।

বন্ধুরা, এখন শুনুন লি চিয়ানের গান ‘চাঁদের আলো’। গানের কথাগুলো এমন: আহা, চাঁদের আলো প্রত্যেকের হৃদয়ে পড়ে। বাসায় ফেরার পথ স্পষ্ট হয়। আহা, দীর্ঘসময় ফিরে না যাওয়া জন্মস্থান এবং আমার বয়স্ক বাবা মা। এই চাঁদের আলোয় প্রাচীনকালের গান গাই। আহা, যে কোনো স্থানে যাই হোক না কেন, জন্মস্থানকে ভোলা যায় না। কেমন শক্তি- আমাদের দৃঢ় করে। কেমন বিদায়- আমাদের মর্মাহত করে, কেমন দান- আমাদের স্থির করে। কেমন পরিসমাপ্তি- আমাদের বড় করে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শোনাবো লি চিয়ানের আরেকটি গান, গানের নাম ‘বসন্তের বাতাস তোমায় তুলনা করা যায় না’। গানের কথাগুলো এমন: অবশেষে নিজের সঙ্গে লড়াইয়ে ব্যর্থ হই, মনের তালা গোপনে খুলে দিয়েছি। হৃদয়ের ঢেউ আস্তে আস্তে বড় হয়। যেন গলিত বরফের নদী। নাশপাতি ফুল ফুটেছে, পাখি ফিরে ‌এসেছে। তবে তুমি নেই। কিভাবে তোমায় খুঁজবো। যেন তোমার সুগন্ধ এখনো আমার কোলে। কিভাবে তোমাকে বর্ণনা করি, যেন তোমার উষ্ণতা এখনো আমার হৃদয়ে। চোখ বন্ধ করলে মিষ্টি মুহূর্ত পাই।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন লি চিয়ানের কণ্ঠে ‘যদি প্রেমের কপাল থাকে’। গানের কথায় বলা হয়, যখন আকাশের দিকে তারা দেখা যায়, তুমি জানো, আমি আবার মিস করছি। কত প্রেম শুধুই দূর থেকে পরস্পরকে মিস করে। যেন চাঁদের আলো সমুদ্রে পড়ে। তরুণ বয়সে মনে করতাম, ভালোবাসা দু’জনকে চিরদিন একসাথে রাখবে। তবে আমরা বাতাসের দীর্ঘশ্বাস শুনতে পারি না।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই লি চিয়ানের আরেকটি গান, গানের নাম ‘এক চিন্তায় সারা জীবন’, আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।