বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ল্য ল্য’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
লি ল্য ল্য, চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। তিনি ১৯৯৩ সালে চীনের মধ্যাঞ্চলের হ্য নান প্রদেশের খাই ফেং শহরে জন্মগ্রহণ করেন। তাঁর প্রতিনিধিত্বকারী গান হল ‘ভালোবাসা হারানো শহর’।
বন্ধুরা, এখন শুনুন লি ল্য ল্য-এর গান ‘যে মানুষকে মিস করা ঠিক না’। গানের কথায় বলা হয়, একাকী সড়ক বাতি নির্ঘুম মানুষের সঙ্গে থাকে। আঁধার রাত আমাকে ভোরে নিয়ে যায়। সেই মানুষ এত নিষ্ঠুর, আমার যৌবন, আমার আত্মা দখল করে থাকে। তুমি চলে গেছো, আমাকে শুধু ব্যথা দিয়েছো। আমি আগের প্রেমের উষ্ণতা ভুলি নি, তুমি কি, নিজেকে জিজ্ঞেস করবে?
আচ্ছা, শুনুন এই গান।
বন্ধুরা, এখন শুনুন লি ল্য ল্য-এর গান ‘ভালোবাসা হারানো শহর’। গানের কথায় বলা হয়, লাগেজ নিয়ে তোমার শহরে যাই। তোমার প্রতিশ্রুতি খুঁজে পাই। আমার আসা তোমার জন্য সারপ্রাইজ হওয়ার কথা! তবে, তোমার কাছে সে আছে। জানালার বাইরে বৃষ্টি পড়ছে। যেন এই প্রেমের শেষ পূর্বাভাস! এই অপরিচিত শহরে, পথ হারিয়েছি, নিজেকে হারিয়েছি, ভালোবাসা হারানো শহরে শিশুর মত কাঁদছি। মনের সেই উষ্ণতা, বৃষ্টিতে ধুয়ে গেছে।
আচ্ছা, শুনুন এই গান।
শ্রোতাবন্ধুরা, এখন শুনুন লি ল্য ল্য-এর গান ‘চোখে অশ্রু, মনে তুমি’। গানের কথাগুলো এমন: স্মৃতি এই গভীর রাতে মাতাল হওয়া ঠিক না। কারণ এত বেশি স্মৃতি, কিভাবে ভুলে যাই। অবশেষে বিদায়ের সময় এসেছে, আমরা অপরিচিত মানুষ হয়েছি। কিছু স্মৃতি থেকে পালিয়ে যেতে পারি না, তাই নিজেকে ছেড়ে দেই। যদিও আমার চোখে অশ্রু, মনে তুমি, তবুও প্রেমের বিচ্ছেদ পরিবর্তন করা যাবে না। যদিও আমার চোখে অশ্রু, মনে তুমি, তবুও আমি তোমার মনের সেই মানুষ নই।
আচ্ছা, শুনুন এই গান।
প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লি ল্য ল্য-এর গান ‘৫১ বার ক্ষমা করি’। গানের কথাগুলো এমন: এমন উপায় আছে কি, প্রেমকে যত দিন তাজা রাখা যায়। অন্তত ৫০বার ছেড়ে যাওয়ার কথা ভেবেছি, প্রতিবার ঝগড়ার পর ক্ষমা করে দেই। এমন মিষ্টি আছে কি, প্রেমকে আরো মিষ্টি করা যায়। যদিও অর্ধশতাধিকবার চলে যাওয়ার কথা ভেবেছি, তবুও প্রতিবার তোমায় ক্ষমা করি।
আচ্ছা, শুনুন এই গান।
প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো লি ল্য ল্য-এর গাওয়া আরেকটি গান। গানের নাম ‘স্পষ্ট কথা বলো’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।