চীনের দক্ষিণাঞ্চল থেকে চেরিগাছ উত্তরাঞ্চলে স্থানান্তর প্রসঙ্গ
2023-02-17 15:24:47

বসন্তে চেরি ফুল ফোটে। সম্প্রতি চীনের লিয়াও নিং প্রদেশের ইং খৌ শহরের লাও পিয়ান অঞ্চলের তা পিং শান গ্রামে আধুনিক শিল্প বাগানে চেরি ফুলের গ্রীনহাউসে হাজার হাজার চেরি গাছে ফুল ফুটেছে। এ বাগানে প্রায় ৪.৬ হেক্টর এলাকাজুড়ে রয়েছে ১৪টি চেরি ফুলের গ্রীনহাউস। এটি গ্রামটির সামষ্টিক অর্থনৈতিক প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় ২০০ জন গ্রামবাসীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আবার উন্মোচিত হয়েছে দক্ষিণাঞ্চল থেকে চেরি গাছ উত্তরাঞ্চলে স্থানান্তর করে সমৃদ্ধ হওয়ার নতুন পথ।

চেরি উষ্ণ অঞ্চলের ফল। চীনে একসময় সবচেয়ে উত্তরাঞ্চল যেখানে ব্যাপক পরিমাণে চেরি গাছ চাষ হতো, সেটা ছিল লিয়াও নিং প্রদেশের তা লিয়ান। এবারে তা লিয়ানের আরও উত্তরে ইং খৌ’তে চেরি ফুল পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে। এ চাষের কাজটি সহজ ছিল না। এতে নানান প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। স্থানীয় সরকার অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে এবং পেশাদার প্রযুক্তিগত ব্যবস্থাপক নিয়োগ করার পাশাপাশি চাষের প্রযুক্তি নিয়ে অবিরাম গবেষণা চালায়। ফলে দক্ষিণাঞ্চলের গাছ উত্তরাঞ্চলে সফলভাবে চাষ করা সম্ভব হয় এবং উত্পাদনের পরিমান ও গুণগত মানও উন্নত হয়। চলতি বছর এ শিল্পাঞ্চলে চেরি ফলের উত্পাদনের পরিমাণ ১৫ হাজার কেজি ছাড়িয়েছে। ২০২৫ সালে এ পরিমাণ ৫০ হাজার কেজি ছাড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে।  

চীনের লিয়াও নিং প্রদেশের ইং খৌ শহরের লাও পিয়ান অঞ্চলের কৃষি ও গ্রাম ব্যুরোর মহাপরিচালক চিয়াং হুই বলেন, গত দু’বছরে লাও পিয়ান অঞ্চলে অব্যাহতভাবে গ্রাম পুনরুজ্জীবনের কাজ সামনে এগিয়ে যাচ্ছে। নানা স্থানে বিভিন্ন আকৃতির ৩০টিও বেশি কৃষি প্রকল্প চালু করা হয়েছে। তাতে পাশ্ববর্তী অঞ্চলের ৩ হাজার বাসিন্দার জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়। বিভিন্ন স্তরের নীতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় কৃষক শিল্প পুনরুজ্জীবনে অংশ নিতে উত্সাহিত হয়। ভবিষ্যতে সে সব শিল্পের আকার ৩৩৩ হেক্টরে উন্নীত হবে। আগামী কয়েক বছর পর কৃষকদের উপার্জন বৃদ্ধিতে তা ব্যাপক কাজ করবে। 

(রুবি/আলিম)