চীনা পর্যটকদলকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত লাওস
2023-02-17 11:26:44

গত ৬ ফেব্রুয়ারি লাওসের “ভিয়েনতিয়েন টাইমস” পত্রিকার খবর অনুযায়ী, দেশটির সরকার ও পর্যটন খাত চীনা পর্যটকদের অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

সম্প্রতি দেশটির তথ্য, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন ব্যবস্থাপনা বিভাগের প্রধান দারানি ফোম্মাভংসা এক সাক্ষাত্কারে বলেন, দেশটির সরকারি বিভাগ স্থানীয় পর্যটন সংস্থা, হোটেল ও অন্যান্য পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে পর্যটন স্থাপনা ও পরিষেবা উন্নত করে, চীনা পর্যটকদের লাওস ভ্রমণে আরও আগ্রহী করে তুলতে ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে স্বাগত জানাবে।

দারানি ব্যাখ্যা করে বলেন, তাঁর মন্ত্রণালয় ভিয়েনথিয়ানের হোটেলগুলোর পুনরায় রেটিং করছে। এটা দেশটির হোটেল পরিষেবা উন্নত করার প্রচেষ্টার একটি অংশ। এ ছাড়া, ব্যক্তি মালিকানাধীন রেস্তোরাঁ ও বিনোদন প্রতিষ্ঠানগুলোর পরিষেবা উন্নত করার কাজও চলছে।

লাওস পর্যটন শিল্পের বিশেষজ্ঞদের অনুমান অনুসারে, চলতি বছর কয়েক মিলিয়ন চীনা পর্যটক আসিয়ান দেশসমূহ সফর করবেন। তাদের মধ্যে অধিকাংশ চীনের খুনমিং ও লাওসের রাজধানী ভিয়েনথিয়ানকে সংযুক্তকারী চীন-লাওস রেলপথে যাতায়াত করবেন।

বেশ কয়েকটি আন্তর্জাতিক তথ্যমাধ্যম লাওসকে ২০২৩ সালের জনপ্রিয় পর্যটনস্থল হিসেবে রেটিং করেছে। ২০২৩ সালে ১৪ লাখ পর্যটক আকর্ষণ করে, ৩৪ কোটি মার্কিন ডলার আয় করার পরিকল্পনা গ্রহণ করেছে লঅওস সরকার। উল্লেখ্য, ২০১৯ “চীন-লাওস পর্যটন বর্ষে” মিলিয়নেরও বেশি চীনা পর্যটক লাওসে গিয়েছিলেন। (প্রেমা/আলিম)