৭ ফেব্রুয়ারি বিকেলে ১৯টি কোল্ড-চেইন কন্টেইনারের ২৮ লাখ টন তাজা সবজি বহনকারী চীন-লাওস রেলপথ আন্তর্জাতিক মালবাহী ট্রেন ইয়ুননান প্রদেশের খুনমিং কেন্দ্রীয় স্টেশন থেকে রওয়ান হয়। এর মাধ্যমে “চীন-লাওস-থাই” প্রথম রাউন্ড-ট্রিপ রেল-পরিবহন শুরু হয়।
জানা গেছে, ৫৫ ঘন্টা পর ট্রেনটি থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছাবে। মালবাহী ট্রেনটি “ল্যানছাং-মেকং এক্সপ্রেস লাইন” দিয়ে খুনমিং গিয়ে লাওসের ভিয়েনথিয়ান দক্ষিণ স্টেশনে পুনরায় লোড হয়ে থাইল্যান্ডের মিটারগেজ রেলপথের মাধ্যমে ব্যাংককে পৌঁছাবে। এতে আগের তুলনায় একদিন সময় কম লাগবে। এ ছাড়া পরিবহনমূল্যও ২০ শতাংশ কমবে। ফিরে আসার সময় ট্রেনটি থাইল্যান্ডের লংগান ও ডুরিয়ানসহ মৌসুমী ফলমূল নিয়ে আসবে।
সিআর ইন্টারমোডাল খুনমিং শাখা কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার স্যুই ছাও বলেন, “চীন-লাওস-থাই” রাউন্ড-ট্রিপ রেল পরিবহন ট্রেন আরো কার্যকর ও স্থিতিশীল কোল্ড-চেইন লজিস্টিক পথ প্রতিষ্ঠা করবে এবং আসিয়ান দেশগুলোর সঙ্গে চীনের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার জন্য নতুন চালিকাশক্তি যোগাবে।
জানা গেছে, চীন-লাওস রেলপথে মালামাল পরিবহন আগের তুলনায় অনেক বেড়েছে। (প্রেমা/আলিম)