২০২২ সালে চীন-ইরান বাণিজ্য ৭ শতাংশ বেড়েছে: চীনা মুখপাত্র
2023-02-17 14:33:15

ফেব্রুয়ারি ১৬: ২০২২ সালে চীন ও ইরানের মধ্যে ১৫.৮ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে, যা ২০২১ সালের তুলনায় ৭ শতাংশ বেশি। আজ (শুক্রবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শু চুয়ে থিং বেইজিংয়ে এক নিয়মিত  প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, টানা ১০ বছর ধরেই চীন ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীন ইরানের সাথে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীরতর করবে, ইরান থেকে আরও বেশি গুণগত মানসম্পন্ন পণ্য আমদানি করবে, এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ ও শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)