ফারজানা ফাতিমা লিজা বর্তমানে চীনের কানসু প্রদেশের লানচৌ ইউনিভার্সিটিতে, রিজিওনাল ইকোনমিক্স-এ পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যায়ন করছেন। তিনি ৫ বছর বাংলাদেশের সনামধন্য একটি ব্যাংকিং প্রতিষ্ঠানে চাকুরি করেছিলেন। ২০১৯ সালে চীন সরকার কর্তৃক সরকারী বৃত্তি লাভ করে অর্থনীতিতে উচ্চ শিক্ষার জন্য চীনে আসেন। ফারজানা লিজা পড়াশোনা এবং চাকরির পাশাপাশি বাংলাদেশের সরকারি এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন এবং রেডিও চ্যানেলে সংবাদ উপস্থাপনার কাজ করেছেন। বর্তমানে তিনি চীনে বসবাসরত বাংলাদেশী পেশাজীবি এবং শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন "বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন" এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। চীনের শিল্প-সংস্কৃতির প্রতিও রয়েছে তাঁর ব্যাপক আগ্রহ। অর্থনীতিতে চীনের সামগ্রিক সাফল্য তাকে অনেক অনুপ্রাণিত করে। চলুন কথা বলি তাঁর সঙ্গে।