পৃথিবীতে ফেরার পর প্রথম প্রকাশ্যে এলেন শেনচৌ-১৪-এর তিন নভোচারী
2023-02-17 19:25:42

ফেব্রুয়ারি ১৭: পৃথিবীতে ফিরে আসার ৮৫ দিন পর, আজ (শুক্রবার) বিকেলে জনসম্মুখে আসেন চীনের শেনচৌ-১৪-এর তিন নভোচারী। চীনের মহাকাশকেন্দ্রের বেইজিং এরোস্পেস সিটিতে সাংবাদিকদের সামনে আসেন তাঁরা।

এ সময় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা নভোচারীদের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করেন। সাধারণত মহাকাশ থেকে ফেরার পর নভোচারীদের তিনটি পর্যায় অতিক্রম করতে হয়। এখন পর্যন্ত তাঁরা দুটি পর্যায় অতিক্রম করেছেন বলে জানানো হয়।

বিশেষজ্ঞরা আরও জানান, নভোচারীদের মানসিক অবস্থা স্থিতিশীল আছে। তাঁরা ধীরে ধীরে পৃথিবীর পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছেন।  তৃতীয় পর্যায় অতিক্রম করার পর নভোচারীরা আবার স্বাভাবিক প্রশিক্ষণে ফিরে যাবেন। এ সময় নভোচারীরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।  (ইয়াং/আলিম/ছাই)