রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় বেইজিং: চীনা মুখপাত্র
2023-02-17 16:11:15

ফেব্রুয়ারি ১৭: চীন রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত সহযোগিতামূলক ও অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সম্প্রতি দু’দেশের সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করেছেন, যা প্রশংসার যোগ্য।  দু’দেশের নেতাদের কৌশলগত নেতৃত্বে রুশ-চীন সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতাও উন্নত থেকে উন্নততর হচ্ছে। দু’দেশ যৌথভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সম্প্রতি রুশ পার্লামেন্টে বলেন, চীন-রাশিয়া পারস্পরিক আস্থার মান অভূতপূর্ব। দু’দেশ যৌথভাবে কৌশলগত সহযোগিতা জোরদার করে চলেছে। রাশিয়া-চীন সম্পর্ক একটি বহুমুখী বৈশ্বিক ব্যবস্থার ভিত্তি হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক বিষয়ে ভারসাম্য ও স্থিতিশীলতা এনে দিয়েছে। (ছাই/আলিম)