ইইউ কমিশনে রাশিয়ার বিরুদ্ধে দশম দফা নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপিত
2023-02-16 14:32:23

ফেব্রুয়ারি ১৬: গতকাল (বুধবার) ইইউ কমিশনে রাশিয়ার বিরুদ্ধে দশম দফা নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবে রাশিয়ায় মানববিহীন আকাশযান (ইউএভি) সরবরাহকারী ইরানি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন এক ভিডিও-বিবৃতিতে বলেন, নতুন প্রস্তাবে রাশিয়ার ওপর ১১ বিলিয়ন ইউরো মূল্যের রফতানি-নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এ নিষেধাজ্ঞার লক্ষ্য, রাশিয়াকে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও শিল্পপণ্য অর্জনে বাধা দেওয়া।

ভন ডের লেইন সদস্যদেশগুলোকে দ্রুততার সাথে নতুন প্রস্তাব গ্রহণ করে, আগামী ২৪ ফেব্রুয়ারির আগেই নিষেধাজ্ঞা কার্যকর করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। (প্রেমা/আলিম/শুয়েই)