লকহিড মার্টিন এবং রেথিয়ন মিসাইল অ্যান্ড ডিফেন্স চীনের ‘অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকা’য় অন্তর্ভুক্ত
2023-02-16 19:25:32

ফেব্রুয়ারি ১৬: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, লকহিড মার্টিন এবং রেথিয়ন মিসাইল অ্যান্ড ডিফেন্সকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত এক ঘোষণায় বলা হয়েছে:

জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য, "গণপ্রজাতন্ত্রী চীনের বৈদেশিক বাণিজ্য আইন", "গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় নিরাপত্তা আইন" এবং অন্যান্য প্রাসঙ্গিক আইন অনুসারে, "অবিশ্বস্ত প্রতিষ্ঠান তালিকার প্রবিধান"-এর ধারা ২, ৮ ও ১০-এর বিধান অনুযায়ী, ইওয়ান অঞ্চলের কাছে অস্ত্র বিক্রির সাথে জড়িত লকহিড মার্টিন কর্পোরেশন এবং রেথিয়ন মিসাইল অ্যান্ড ডিফেন্সকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হবে:

১. উপরে উল্লিখিত প্রতিষ্ঠানগুলো চীনের কোনো আমদানি ও রফতানি কার্যক্রমে জড়িত হতে পারবে না;

২. উপরে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোকে চীনে নতুন করে বিনিয়োগ করতে দেওয়া হবে না;

৩. উপরে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মীদের চীনে প্রবেশ নিষিদ্ধ;

৪. চীনে উপরে উল্লিখিত সিনিয়র ম্যানেজমেন্ট কর্মীদের ওয়ার্ক পারমিট, থাকার ও বসবাসের পারমিট ও যোগ্যতা বাতিল করা হবে;

৫. উপরে উল্লিখিত এন্টারপ্রাইজগুলির ওপর যথাক্রমে জরিমানা আরোপ করা হবে, যার পরিমাণ "অবিশ্বস্ত প্রতিষ্ঠান তালিকার প্রবিধান" বাস্তবায়নের পর থেকে তাইওয়ান অঞ্চলের কাছে প্রতিটি এন্টারপ্রাইজের অস্ত্র বিক্রির মোট পরিমাণের দ্বিগুণ। উপরে উল্লিখিত এন্টারপ্রাইজগুলি এই ঘোষণা প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে প্রাসঙ্গিক আইন এবং প্রবিধান অনুযায়ী জরিমানা দিতে বাধ্য থাকবে। এই সিদ্ধান্ত সময়সীমার মধ্যে মেনে না-নিলে, আইন অনুযায়ী অতিরিক্ত জরিমানা আদায় ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।  এই ঘোষণাটি ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর বলে গণ্য হবে।

 (ইয়াং/আলিম/ছাই)