এক নজরে তিব্বত (২)
2023-02-16 19:17:41


** প্রাকৃতিক সম্পদ

তিব্বতে এখন পর্যন্ত ১০১ ধরনের খনিজসম্পদ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে রয়েছে কয়লা, ক্রোমিয়াম, টেবিল লবণ, প্রাকৃতিক সালফার, বোরন, মাইকা ও সীসা, কোরান্ডাম, ম্যাগনেসিয়াম আকরিক, জিপসাম, থানারডাইট, ব্যারাইট, লোহা, ইত্যাদি।

 

তিব্বত জলসম্পদে সমৃদ্ধ। এখানে আছে অনেক নদী ও হ্রদ। এখানে জলবিদ্যুতের মজুদ আনুমানিক প্রায় ২০ কোটি কিলোওয়াট। এখানকার হ্রদগুলোর মধ্যে সল্টওয়াটার লেক বেশি। তিব্বতে ভূ-তাপীয় সম্পদ প্রচুর। এখানে কিছু মাঝারি ও ক্ষুদ্র আকারের জলবিদ্যুতকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে।

 

সৌরশক্তির সম্পদের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে তিব্বত। ভূ-তাপীয় সম্পদের দিক দিয়ে তিব্বতের অবস্থান গোটা চীনে প্রথম। মূলত এর দক্ষিণাঞ্চলে এ সম্পদ বেশি। আবিষ্কৃত ভূ-তাপীয়সংশ্লিষ্ট এলাকার সংখ্যা ৬ শতাধিক। এগুলোর মধ্যে ৩০টিরও বেশি জায়গা উচ্চ তাপমাত্রাযুক্ত, যেখান থেকে  জিওথার্মাল বিদ্যুত উত্পাদনের সম্ভাবনা ৩ লাখ কিলোওয়াট। ‘ইয়াং পা চিং’-তে চীনের প্রথম উচ্চ তাপমাত্রার ভূ-তাপীয় পরীক্ষামূলক স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে লাসায় বিদ্যুত সরবরাহ করা যায়।

 

তিব্বতের দক্ষিণাঞ্চলের ভূগর্ভস্থ জলের তাপমাত্রা স্থানীয় স্ফুটনাঙ্ককে ছাড়িয়ে যাওয়া জায়গার সংখ্যা ৪০টিরও বেশি।  দুটো জায়গায় বায়ুশক্তি সবচেয়ে বেশি। এখানকার বাঙ্গর এলাকায় প্রতি সেকেন্ডে ৩ মিটারেরও বেশি গতির বায়ু প্রবাহিত হয় বছরে ৪০০০ ঘন্টার বেশি। আর প্রতি সেকেন্ডে ৬ মিটারের বেশি গতির বায়ু পাওয়া যায় বছরে ১৫০০ ঘন্টার বেশি।

 

তিব্বতে বনের আয়তন প্রায় ১ কোটি ৩৯ লাখ হেক্টর, যা গোটা তিব্বতের মোট ভূমির ১১ শতাংশের বেশি। বন্যপ্রাণী ও বণ্য উদ্ভিদ আছে ২৩০০ রকমেরও বেশি; পাখি আছে ৪৮০ ধরনের; স্তন্যপায়ী প্রাণী শতাধিক ধরনের; উভচর প্রাণী ৪০ ধরনের; সরীসৃপের ধরন ৫০-এর অধিক; বিরল পাখি ও প্রাণীর ধরন ৩০-এর বেশি; উচ্চ পর্যায়ের উদ্ভিদের রকম ৫৮০০টিরও বেশি। সাম্প্রতিক বছরগুলোতে নতুন আবিষ্কৃত ৭০০টিরও বেশি ধরনের মধ্যে ২০টিরও বেশি ইতোমধ্যেই দেশের গুরুত্বপূর্ণ সুরক্ষা উদ্ভিদ তালিকায় অন্তভুক্ত হয়েছে।

 

** কৃষি

তিব্বতে ফসল বছরে একবারই হয়। এখানে উত্পাদিত খাদ্যশস্যের মধ্যে রয়েছে পার্বত্য অঞ্চলের বার্লি, মটর, লম্বা শিম, গম, বাকউইট, চাল এবং শীতকালীন গম প্রভৃতি। আর অর্থকরি ফসলের মধ্যে প্রধানত রয়েছে তেল, গম, চিনি, বীট, ইত্যাদি।

 

পশুপালন শিল্প তিব্বতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। গোটা চীনের পাঁচটা বৃহত্তম তৃণভূমি এলাকার একটি তিব্বত। তিব্বতের উত্তরাঞ্চলে প্রধান পশুসম্পদের মধ্যে রয়েছে ভেড়া, ছাগল, ইয়াক, গবাদি পশু এবং হলুদ গবাদি পশু।

 

ইয়ারলুং জাংবো নদীর মধ্য ও নিম্ন অববাহিকা, ‘শান নান’ এলাকা এবং পূর্ব গিরিখাত অঞ্চলে ঘন কুমারী বন রয়েছে। চীনের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বন এলাকাগুলোর অন্যতম এটি। এতে প্রধান গাছের প্রজাতির মধ্যে রয়েছে স্প্রুস, ফার, রেড পাইন, সাদা বার্চ এবং চাইনিজ পাইন। ফ্রিটিলারিয়া, কর্ডিসেপস, স্নো লোটাস, স্কর্পিয়ন, বোরাক্স এবং অন্যান্য প্রাণী, উদ্ভিদ এবং খনিজ পদার্থ ওষুধ তৈরিতে কাজে লাগে। ফলের মধ্যে রয়েছে পীচ, নাশপাতি, এপ্রিকট এবং আপেল এবং কিছু জায়গায় আখ, আঙ্গুর এবং সাইট্রাস উৎপন্ন হয়।

 

সুপ্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn  আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা:  https://bengali.cri.cn/  সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)