চীনের নতুন জ্বালানিচালিত গাড়ির রফতানি বৃদ্ধি প্রসঙ্গ
2023-02-16 16:28:35

ফেব্রুয়ারি ১৬: চীনের ম্যাশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশানের তথ্যানুসারে, ২০২২ সালে চীন রফতানি করেছে ৩০ লক্ষাধিক ইউনিট গাড়ি। আর এর একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে নতুন জ্বালানিচালিত গাড়ি, আগের বছরের তুলনায় যা ১.২ গুণ বেশি। 


সংশ্লিষ্ট তথ্যানুসারে, ২০২২ সালে চীন নতুন জ্বালানিচালিত গাড়ি উত্পাদন করে ৭০ লাখ ৫৮ হাজার, যা আগের বছরের চেয়ে ৯৬.৯ শতাংশ বেশি। পাশাপাশি, গত বছর নতুন জ্বালানিচালিত গাড়ি বিক্রির মোট সংখ্যা ছিল ৬৮ লাখ ৮৭ হাজার, যা আগের বছরের চেয়ে ৯৩.৪ শতাংশ বেশি। এসবই নতুন রেকর্ড। বিগত ৮ বছর ধরে চীন নতুন জ্বালানিচালিত গাড়ি খাতে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে।


গত বছর চীন নতুন জ্বালানিচালিত গাড়ি রফতানি করেছে ৬ লাখ ৭৯ হাজার, যা আগের বছরের চেয়ে ১.২ গুণ বেশি। আর চলতি ২০২৩ সালের জানুয়ারি মাসে চীন নতুন জ্বালানিচালিত গাড়ি রফতানি করেছে ৮৩ হাজার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৮.২ শতাংশ বেশি।  


চীনের ম্যাশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশানের উপসচিব ছেন সি হুয়া বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীনের নতুন জ্বালানিচালিত গাড়ির রফতানি দ্রুতগতিতে বেড়েছে। এর একটি কারণ হচ্ছে, মহামারীতে আন্তর্জাতিক বাজারে এ ধরনের গাড়ির অভাব দেখা দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, চীনের নতুন জ্বালানিচালিত গাড়িতে ব্যবহৃত উন্নত প্রযুক্তি। তিনি বলেন,“রফতানির দিক থেকে যদি বলি, চীনের ঐতিহ্যবাহী গাড়ি, মানে গ্যাসোলিনচালিত গাড়ি আগে বেশি রফতানি হতো ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ ও অঞ্চলে। তবে, এখন দেশের নতুন জ্বালানিচালিত গাড়ি নতুন বাজারে প্রবেশ করেছে; যেমন, ইউরোপের বাজার। পাশাপাশি, চীনের নতুন জ্বালানিচালিত গাড়ি অনেক উন্নত এবং আমাদের নতুন জ্বালানিচালিত গাড়ির গবেষণা ও উন্নয়নের গতি অনেক আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠানের চেয়েও দ্রুত। আমাদের গাড়ির প্রতিযোগিতার শক্তি বেশি।” 


নতুন জ্বালানিচালিত গাড়ির ‘হৃদয়’ হিসেবে বিবেচনা করা হয় গাড়ির ব্যাটারিকে। নতুন জ্বালানিচালিত গাড়ির উন্নয়নের একটি মৌলিক বিষয় ব্যাটারির ক্ষমতাবৃদ্ধি। সাম্প্রতিক বছরগুলোতে চীনের নতুন জ্বালানিচালিত গাড়ির ব্যাটারি-শিল্পও দ্রুত উন্নত হচ্ছে। 


স্থানীয় সময় গত ১৩ ফেব্রুয়ারি, মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড এক ঘোষণায় জানায়, চীনের একটি ব্যাটারি কোম্পানির সাথে সহযোগিতা চালাবে প্রতিষ্ঠানটি। তারা যৌথভাবে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে একটি বিদ্যুতচালিত গাড়ির ব্যাটারি উত্পাদন কারখানা নির্মাণ করবে। ফোর্ড কোম্পানির প্রধান সম্প্রতি মার্কিন তথ্যমাধ্যম সিএনবিসি-র সাংবাদিকের প্রশ্ন ‘কেন ফোর্ড চীনা কোম্পানির সাথে সহযোগিতা চালাবে?’-এর উত্তরে বলেন, ‘কারণ, এ চীনা কোম্পানি হচ্ছে বিশ্বের বৃহত্তম ব্যাটারি উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান। তাদের বিশ্বের বিভিন্ন অঞ্চলের কোম্পানির সাথে সহযোগিতা চালানোর অভিজ্ঞতা রয়েছে। তাদের ব্যাটারিও তুলনামূলকভাবে সস্তা। তাদের পণ্য ও সেবার মানও ভালো।’ 


চীনের ম্যাশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশানের অনুমান অনুসারে, চলতি বছর সংশ্লিষ্ট নীতির বাস্তবায়নের কারণে, দেশের গাড়িশিল্পের বাজারে চাহিদা আরও বাড়বে। পাশাপাশি, চীনের নতুন জ্বালানিচালিত গাড়ির  উন্নয়ন ও রফতানিবৃদ্ধির প্রবণতায়ও বজায় থাকবে। দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা জানান, প্রয়োজনীয় সেবা, পণ্য-পরিবহন, পণ্যের প্রচার ইত্যাদির মাধ্যমে নতুন জ্বালানিচালিত গাড়ির রফতানি আরও বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখা হবে।  


 (আকাশ/আলিম)