নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের কারণ খুঁজে বের করা উচিত: চীনা মুখপাত্র
2023-02-16 18:46:29

ফেব্রুয়ারি ১৬: নর্ড স্ট্রিম প্রাকৃতিক গ্যাস-পাইপলাইন একটি প্রধান আন্তর্জাতিক অবকাঠামো। এতে বিস্ফোরণের ঘটনা বিশ্বব্যাপী জ্বালানিসম্পদ বাজারে ও বৈশ্বিক পরিবেশে বড় নেতিবাচক প্রভাব ফেলেছে। এ বিস্ফোরণের একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও পেশাদার তদন্ত হওয়া এবং এর জন্য দায়ী পক্ষকে  জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের কোনো গণমাধ্যম এ সম্পর্কিত সত্য জানতে চায় না কেন? তারা কি কিছু লুকাতে চায়? বস্তুনিষ্ঠ ও ন্যায্য পেশাদার গণমাধ্যমের উচিত ঘটনার পেছনের কারণ খুঁজে বের করতে সচেষ্ট হওয়া।

উল্লেখ্য, সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বিদেশি গণমাধ্যমগুলোকে নর্ড স্ট্রিম পাইপলাইনের বিস্ফোরণ সম্পর্কে মার্কিন সাংবাদিক সেমুর হার্শের প্রতিবেদনের ভিত্তিতে আরও তদন্ত করার আহ্বান জানান।  (ছাই/আলিম)