পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
2023-02-16 19:23:48

ফেব্রুয়ারি ১৬: চলতি বছরের ৩০ জুনের মধ্যে পদত্যাগ করবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। তিনি গতকাল (বুধবার) ব্যাংকের নির্বাহী বোর্ডকে এ কথা জানিয়েছেন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে ম্যালপাসের মেয়াদ শেষ হবার কথা ২০২৪ সালের এপ্রিলে। কিন্তু এর আগেই কেন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, তা ব্যাখ্যা না-করে তিনি শুধু বলেছেন, অনেক চিন্তাভাবনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমের অনুমান অনুযায়ী, জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাইডেন প্রশাসনের সাথে তাঁর অবস্থানের মিল না-থাকায় ম্যালপাস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি বুধবার এক বিবৃতিতে বলেছেন, মার্কিন সরকার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে একজন নতুন প্রার্থীকে মনোনীত করবে।

উল্লেখ্য, ম্যালপাসকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত করেছিলেন। (ইয়াং/আলিম/ছাই)