৩৮তম মধ্য-ইউরোপ মানবাধিকার সংলাপ বেলজিয়ামে অনুষ্ঠিত হবে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2023-02-16 17:02:07

ফেব্রুয়ারি ১৬:  চীন ও ইউরোপের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, ৩৮তম মধ্য-ইউরোপ মানবাধিকার সংলাপ বেলজিয়ামে অনুষ্ঠিত হবে। সংলাপে দু’পক্ষ মানবাধিকার ক্ষেত্রের অগ্রগতি এবং আন্তর্জাতিক মানবাধিকার সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মুখপাত্র জানান, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র বৈদেশিক কার্যালয়ের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধানগণ সংলাপে সভাপতিত্ব করবেন।

মুখপাত্র আরও বলেন, পারস্পরিক সমতা ও সম্মানের ভিত্তিতে, ইউরোপসহ বিভিন্ন পক্ষের সঙ্গে মানবাধিকার ইস্যু নিয়ে গঠনমূলক সংলাপ ও সহযোগিতা চালিয়ে যেতে চীন ইচ্ছুক। (ওয়াং হাইমান/আলিম/ছাই)