মার্কিন কংগ্রেসে গৃহীত চীনা বেলুনসম্পর্কিত প্রস্তাবের তীব্র নিন্দা জানালো বেইজিং
2023-02-16 18:24:52

ফেব্রুয়ারি ১৬: মার্কিন কংগ্রেসে গৃহীত চীনা বেলুনসম্পর্কিত প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে চীনের জাতীয় গণকংগ্রেসের বৈদেশিক কর্ম-কমিশন।

আজ (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতিতে কমিশন উক্ত প্রস্তাবকে ‘প্রতারণা’ ও ‘রাজনৈতিক কারসাজি’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, চীন একটি দায়িত্বশীল দেশ, যে সর্বদা আন্তর্জাতিক আইন মেনে চলে। চীন সকল দেশের সার্বভৌমত্বকেও সম্মান করে। চীন কখনও ইচ্ছাকৃতভাবে কোনো সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড ও আকাশসীমায় অনুপ্রবেশ করে না বা করার ইচ্ছাও পোষণ করে না।

বিবৃতিতে বলা হয়, চীনের আলোচ্য বেসামরিক বেলুনটি প্রাকৃতিক কারণে গতিপথ পাল্টে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করে, যা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তা ছাড়া, এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও কোনো হুমকি সৃষ্টি হয়নি। চীন যথাসময়ে বিষয়টি মার্কিন প্রশাসনকে অবহিত করেছে এবং এ ক্ষেত্রে অতি-প্রতিক্রিয়া না-দেখাতে অনুরোধ করেছে।

বিবৃতিতে কমিশন বলেছে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার, সেখানে শক্তি প্রয়োগ করার, এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নর্ম লঙ্ঘন করার অসংখ্য রেকর্ড আছে যুক্তরাষ্ট্রের। এ ধরনের বদনাম থেকে চীন মুক্ত।

বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, সহযোগিতা ও অভিন্ন কল্যাণের চীন-মার্কিন সম্পর্ক দু’দেশের জনগণের মূল স্বার্থ ও আন্তর্জাতিক সমাজের সাধারণ প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ। চীন মার্কিন কংগ্রেসকে সত্যের খাতিরে ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি মেনে, চীনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানায়। (ছাই/আলিম)