প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ওয়াং ই’র সাক্ষাৎ
2023-02-16 14:45:08

ফেব্রুয়ারি ১৬: স্থানীয় সময় গতকাল (বুধবার) প্যারিসে, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনের কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশন কার্যালয়ের পরিচালক ওয়াং ই, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর সাথে এক সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতে ওয়াং ই বলেন, চীন বরাবরই ফ্রান্সকে উত্তম সহযোগী ও অংশীদার হিসেবে দেখে আসছে। ফ্রান্সের সাথে উচ্চ পর্যায়ের আদান-প্রদান জোরদার করে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে ইচ্ছুক বেইজিং। এতে চীন-ইইউ সম্পর্ক আরও জোরদার হবে এবং বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জে মোকাবিলায় দু’দেশ আরও ভালো ভূমিকা রাখার সুযোগ পাবে বলে আশা করা যায়।

এ সময় ফরাসি প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ চীনের সাথে সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। দু’দেশের মধ্যে কৌশলগত সংলাপ জোরদার করা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে দু’পক্ষের উচিত, স্থিতিশীলতা ও ভারসাম্যতা বজায় রাখা এবং বহুপক্ষবাদ অনুসরণ করে চলা।

সাক্ষাতে তাঁরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য রক্ষা, সমুদ্র সংরক্ষণ এবং ইউক্রেন ইস্যু নিয়েও মত বিনিময় করেন। (সুবর্ণা/আলিম/মুক্তা)