চীন ও পাঁচটি মধ্য-এশীয় দেশের শিল্প ও বিনিয়োগ সহযোগিতা ফোরামে সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা
2023-02-16 18:32:29

ফেব্রুয়ারি ১৬: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) চীন ও পাঁচটি মধ্য-এশীয় দেশের শিল্প ও বিনিয়োগ সহযোগিতা ফোরামের সাফল্য কামনা করে একটি অভিনন্দনবার্তা পাঠান।

অভিনন্দনবার্তায় সি চিন পিং বলেন, চীন মধ্য-এশিয়ার এই পাঁচটি দেশের সঙ্গে বিগত ৩০ বছর ধরে পর্যায়ক্রমে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলেছে। সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্ব ও জয়-জয় সহযোগিতার একটি নতুন পথ উন্মোচন এবং নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি মডেল স্থাপন করেছে দু’পক্ষ।

তিনি আরও বলেন, চীন মধ্য-এশিয়ার এ পাঁচ দেশের সঙ্গে শিল্প ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের মাধ্যমে, আঞ্চলিক শিল্প-চেইনের স্থিতিশীলতা রক্ষা করেছে এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করেছে। চীন মধ্য-এশিয়ার দেশগুলোর সঙ্গে বাস্তব সহযোগিতা আরও জোরদার করে, চীন ও মধ্য-এশিয়ার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলতে চায়।

উল্লেখ্য, চীন ও মধ্য-এশিয়ার পাঁচটি দেশের শিল্প ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম আজ (বৃহস্পতিবার) চীনের শানতুং প্রদেশের ছিংতাও শহরে শুরু হয়। এবারের ফোরামের মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘পারস্পরিক স্বার্থ ও অভিন্ন কল্যাণ: একসাথে আঞ্চলিক অর্থনীতির উচ্চ মানের উন্নয়ন ত্বরান্বিত করা।’ (ছাই/আলিম)