‘চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারী মার্কিন সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’
2023-02-16 19:22:07

ফেব্রুয়ারি ১৬: চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারী মার্কিন সংস্থাগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন: "চীনের একটি বেসামরিক মানববিহীন বেলুন সম্প্রতি মার্কিন আকাশসীমায় প্রবেশ করে। এটি ছিল একটি অপ্রত্যাশিত ও অনিচ্ছাকৃত ঘটনা। চীন অনেকবার যুক্তরাষ্ট্রকে পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছে। তবে, মার্কিন পক্ষ শক্তির অপব্যবহার করে, এর বিরুদ্ধে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। এ ঘটনাকে অজুহাত হিসেবে দেখিয়ে চীনা কোম্পানি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে নিষেদ্ধাজ্ঞাও দিয়েছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারী মার্কিন সংস্থাসমূহের বিরুদ্ধে বেইজিংও পাল্টা ব্যবস্থা নেবে। "

 (ইয়াং/আলিম/ছাই)