সিরিয়ার দামেস্কে পৌঁছেছে চীনের ত্রাণসামগ্রী
2023-02-16 14:44:32

ফেব্রুয়ারি ১৬: গতকাল (বুধবার) সিরিয়ার ভূমিকম্পদুর্গতদের জন্য পাঠানো চীনা সরকারের ত্রাণসামগ্রী দামেস্কে পৌঁছেছে। সিরিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শি হং ওয়ে এবং সিরিয়ার আঞ্চলিক প্রশাসন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মোয়াতাজ বিমানবন্দরে ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, চীন ও সিরিয়ার মধ্যে যদিও ভৌগোলিক দূরত্ব বেশি, তবে দেশদুটি পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। তাই, সিরিয়ার ভূমিকম্পদুর্গতদের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন। এবারের ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতকালীন পোশাক এবং ভেন্টিলেটর, অক্সিজেন মেশিনসহ বিভিন্ন চিকিত্সা সরঞ্জাম। এসব ত্রাণসামগ্রী সিরিয়ার ভূমিকম্পদুর্গতদের কাজে লাগবে বলে বেইজিং আশা করে।

এ সময় সিরীয় উপমন্ত্রী মোয়াতাজ বলেন, চীনসহ বিভিন্ন বন্ধুদেশের সমর্থনে, দ্রুত দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে তাঁর দেশ।

উল্লেখ্য, এর আগে গত ৯ ও ১৩ ফেব্রুয়ারি চীনের রেড ক্রস সোসাইটির পাঠানো দুই দফা ত্রাণসামগ্রী দামেস্কে পৌঁছায়। (সুবর্ণা/আলিম/মুক্তা)