৬টি চীনা কোম্পানিকে ‘রফতানি নিয়ন্ত্রণ তালিকায়’ যুক্ত করার মার্কিন সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়
2023-02-15 11:36:03

ফেব্রুয়ারি ১৫: সম্প্রতি যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘চীনের সামরিক বিমান এবং অন্যান্য মহাকাশ প্রকল্পে সমর্থন করায়’ ৬টি চীনা কোম্পানিকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানান।

মুখপাত্র বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার ধারণা প্রচার করে আসছে, রফতানি ব্যবস্থার অপব্যবহার করেছে, বিদেশি কোম্পানিগুলো প্রতিরোধ করছে এবং স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক বিনিময়ে হস্তক্ষেপ করেছে। যা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ ক্ষতিগ্রস্ত করে, বিশ্বব্যাপী সরবরাহ চেইনের স্থিতিশীলতা নস্যাৎ করে এবং বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার ও উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। যুক্তরাষ্ট্রকে চীনা কোম্পানির বিরুদ্ধে অযৌক্তিক দমনাভিযান বন্ধ করা এবং চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানায় চীন।

(তুহিনা/তৌহিদ/মুক্তা)