বেইজিংয়ে ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
2023-02-15 11:07:39

ফেব্রুয়ারি ১৫: গতকাল (মঙ্গলবার) বেইজিং সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং বৈঠক করেছেন।

বৈঠককালে ছিন কাং বলেন, চীন ইরানের সঙ্গে বাস্তব সহযোগিতা গভীর করা এবং সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে যায়, যাতে দু’দেশের নেতৃবৃন্দ মতৈক্য অনুসারে দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ককে আরো সামনে এগিয়ে নিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক কেন্দ্রীয় স্বার্থ রক্ষায় পরস্পরকে সমর্থন দিতে হবে, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে সহযোগিতা জোরদার করতে হবে, যৌথভাবে আঞ্চলিক দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা রক্ষা করা এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম ও শৃঙ্খলা রক্ষা করা হবে। এভাবে বিভিন্ন উন্নয়নশীল দেশের স্বার্থ ও আন্তর্জাতিক ন্যায় নিশ্চিত করা যায়।

আব্দুল্লাহিয়ান বলেন, চীনের সঙ্গে সম্পর্ককে উচ্চ গুরুত্ব দেয় তাঁর দেশ। চীনের সঙ্গে বিভিন্ন খাতে সার্বিক সহযোগিতায় আরো বেশি সাফল্য অর্জন করতে চায় তেহরান। চীনের সঙ্গে যোগাযোগ বজায় রাখে পরস্পরের কেন্দ্রীয় স্বার্থে সমর্থন দেবে। এসময় ইরানের পরমাণু ইস্যুর সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন এবং চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন তিনি। (সুবর্ণা/তৌহিদ/মুক্তা)