চীনের বিরুদ্ধে ন্যাটোর ভিত্তিহীন অভিযোগ বন্ধ করতে হবে: চীনা মুখপাত্র
2023-02-15 16:36:12

ফেব্রুয়ারি ১৫: ন্যাটোর উচিত চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা বন্ধ করা। ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের সাম্প্রতিক এক নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল (মঙ্গবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।

তিনি বলেন, ‘মার্কিন আকাশে চীনা বেলুন ন্যাটো দেশগুলোর ওপর চীন ও রাশিয়ার বর্ধিত গোয়েন্দা কার্যকলাপের লক্ষণ’ বলে স্টলটেনবার্গ যে-মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ।

ওয়াং ওয়েন পিন বলেন, ন্যাটোকে চীনের বিরুদ্ধে এমন ধারা ভিত্তিহীন অভিযোগ আনা বন্ধ করতে, কাল্পনিক শত্রু তৈরি করা বন্ধ করতে, নিজের আধিপত্যবাদী আচরণ বন্ধ করতে, এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে আহ্বান জানায় বেইজিং।

ওয়াং ওয়েন পিন বলেন, মার্কিন "পলিটিকো" ওয়েবসাইটের মতে, যুক্তরাষ্ট্র ১৯৯৭ সাল থেকেই আকাশে রিকনেসান্স এয়ারশিপ গবেষণা ও উন্নয়নে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তা ছাড়া, ২০২২ সালে মার্কিন সামরিক বাহিনী সরঞ্জাম বহনকারী বেলুনকে সামরিক কাজে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলে, যা চীন ও রাশিয়ার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে ট্র্যাক করার কাজে ব্যবহার করা যেতে পারে।

চীনের আকাশসীমা লঙ্ঘনকারী মার্কিন বেলুন সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, গত বছরের মে থেকে, বিনা অনুমতিতে যুক্তরাষ্ট্রের প্রায় ডজন খানেক বেলুন চীনা আকাশসীমায় অনুপ্রবেশ করে। মার্কিন প্রশাসনের উচিত এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা এবং চীনকে জবাবদিহি করা। (ইয়াং/আলিম/হাইমান)