যুক্তরাষ্ট্রের সিপিআই গত ৩ মাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে
2023-02-15 11:35:19

ফেব্রুয়ারি ১৫: যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ গতকাল (মঙ্গলবার) জানায়, বসবাসের খরচ ও জ্বালানি দাম বৃদ্ধির কারণে গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) আগের মাসের চেয়ে ০.৫ শতাংশ বেড়েছে। যা ২০২২ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।

তথ্য অনুসারে, জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি পুনরায় বৃদ্ধি পেয়েছে। সিপিআই গত বছরের একই সময়ের চেয়ে ৬.৪ শতাংশ বেশি হয়েছে; যা বাজারের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। জানুয়ারি মাসে বাসস্থান খরচ ও জ্বালানির দাম আগের মাসের চেয়ে যথাক্রমে ০.৭ ও ২ শতাংশ বেড়েছে; যা সিপিআই বৃদ্ধির প্রধান কারণ।

বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে মার্কিন শ্রম বাজারের চাহিদা বাড়বে, কর্মচারীদের বেতন ও পরিষেবা খরচও বৃদ্ধি পাবে; এতে মুদ্রাস্ফীতি অব্যাহত থাকবে। উচ্চ মুদ্রাস্ফীতি মার্কিন অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়াবে; ফেডারেল রিজার্ভে সুদের হার প্রত্যাশিত মাত্রার চেয়ে বেশি হতে পারে।

(তুহিনা/তৌহিদ/মুক্তা)