জাম্বিয়ার ঋণ সমস্যার সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে চীন: মুখপাত্র
2023-02-15 18:48:58

ফেব্রুয়ারি ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, জাম্বিয়ার ঋণ সমস্যার সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে চীন।

তিনি বলেন, এ ধরনের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোকে পারস্পরিক সমঝোতা ও আস্থার ভিত্তিতে যৌথ প্রচেষ্টা চালাতে হয়। চীন জাম্বিয়া ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে এ ব্যাপারে যোগাযোগ বজায় রাখবে।

মুখপাত্র আরও বলেন, বন্ধুদেশ হিসেবে চীন সবসময় জাম্বিয়ার ঋণ সমস্যার সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে। জাম্বিয়ার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশটির ৭০ শতাংশ ঋণ এসেছে পশ্চিমাদের দ্বারা নিয়ন্ত্রিত বহুপাক্ষিক আর্থিক সংস্থাসমূহের কাছ থেকে। এসব সংস্থার উচিত এ ব্যাপারে নিজেদের দায়িত্ব পালন করা এবং জাম্বিয়ার ঋণ সমস্যার সমাধানে আরও শক্তিশালী উদ্যোগ গ্রহণ করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)