ফেব্রুয়ারি ১৫: ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটি সফর করেছে চীনা প্রতিনিধি দল। এ দলের প্রধান ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী চু রুই। দলটি ইরাকের বিভিন্ন মহলে সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা তুলে ধরেছেন এবং ইরাকের জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার মান্দালাভির সঙ্গে সাক্ষাত্ করেছেন।
ইরাক সরকারের প্রতিনিধি জানান যে, চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেস চীনের উন্নয়নের কৌশল রচনা করেছে। চীনের সঙ্গে আরব-চীন শীর্ষসম্মেলনের সাফল্য বাস্তবায়ন করে ‘এক অঞ্চল, এক পথ’ কাঠামোতে সহযোগিতা জোরদার করবে ইরাক; যাতে পারস্পরিক উপকারিতা ও অভিন্ন স্বার্থ অর্জন করা যায়।
(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)