বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৩০ হাজার চিকিত্সাকর্মী পাঠিয়েছে চীন: মুখপাত্র
2023-02-15 18:49:44

ফেব্রুয়ারি ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে, প্রয়োজনীয় চিকিত্সা-সহায়তাস্বরূপ, এ পর্যন্ত ৩০ হাজার চিকিত্সাকর্মী পাঠিয়েছে চীন।

তিনি বলেন, বিদেশে চিকিত্সাকর্মী পাঠানোর এই প্রক্রিয়া শুরু হয় ১৯৬৩ সালে, যখন আলজেরিয়ায় প্রথম চিকিত্সাকর্মীর একটি দল পাঠায় বেইজিং। চীনের চিকিত্সাকর্মীরা বিভিন্ন দেশে এ পর্যন্ত ২৯ কোটি রোগীকে সেবা দিয়েছে বলেও জানান তিনি।

মুখপাত্র ওয়াং বলেন, বিগত ৬০ বছরে চীনা চিকিত্সাকর্মীরা বিভিন্ন দেশ ও অঞ্চলে, বিপদ মাথায় নিয়ে, স্থানীয় জনগণকে চিকিত্সাসেবা দিয়েছে। পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারী শুরুর পর, চীন থেকে ১২০০ জনেরও বেশি চিকিত্সাকর্মী আফ্রিকায় যান। কোভিড-১৯ মহামারীর পর, চীন ৩৪টি দেশে ৩৭টি মহামারীবিরোধী বিশেষজ্ঞ গ্রুপ পাঠায়। পাশাপাশি, ৪১টি দেশের ৪৬টি হাসপাতালের সঙ্গে সহযোগিতামূলক প্রকল্পও চালু করে চীন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)